বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের উদ্যোগে আগামী ৫ মে থেকে ২০ জুন পর্যন্ত ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রদর্শনীটিতে শিল্পকর্ম জমা দেওয়ার সময় বাকি আছে আর ১১ দিন।
শুক্রবার (৩ মার্চ) শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন এ তথ্য জানান।
শিল্পকলা একাডেমির ‘শিল্পকর্ম আহ্বান’ শীর্ষক এক প্রচারপত্রে বলা হয়, প্রতিযোগিতামূলক উন্মুক্ত এই প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য ২১ বছর বয়সের ঊর্ধ্বে বাংলাদেশের চারুশিল্পীদের নিকট থেকে শিল্পকর্ম আহ্বান করা হচ্ছে।
প্রদর্শনীতে অংশগ্রহণ সংক্রান্ত তথ্যাদি জমা দেওয়ার শেষ তারিখ ১৪ মার্চ। অংশগ্রহণ সংক্রান্ত সব তথ্যা ও নিয়মাবলি একাডেমির ওয়েবসাইট www.shilpakala.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।
বাবু/এসআর