শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেলো ২ ব্যবসায়ীর
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৩:৩৫ PM
ময়মনসিংহের ভালুকায় ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে কাঁচামালবাহী মিনি-পিকআপে থাকা দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা শিল্প পুলিশ কার্যালয় এলাকার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুস সাত্তার (৩০) ও নেত্রকোনার মদন উপজেলার চাঁনগাও গ্রামের মৃত আলাল উদ্দিন ছেলে সাজ্জাদ হোসেন (২৮)।

ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ এই তথ্য নিশ্চিত করে জানান, কাঁচামালবাহী মিনি-পিকআপ ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিল। পথিমধ্যে ভরাডোবার শিল্প পুলিশ কার্যালয় এলাকার সামনে আসতেই ময়মনসিংহগামী একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় পিকআপ। এতে মিনি-পিকাআপ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুই ব্যবসায়ী মারা যান। পরে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি আরও জানান, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত