প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরের জন্য ফরিদপুর অঞ্চলের পেঁয়াজ ও ভুট্টা চাষীদের মাঝে ৪ শতাংশ রেয়াতি মুনাফা হারে কৃষি বিনিয়োগ বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
ব্যাংকের পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান এ কে আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনিয়োগের চেক হস্তান্তর করেন। ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. হারুন আর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।