রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ইবিতে মানববন্ধন
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ২:০১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, হিসাব পরিচালক মো. জাকির হোসেন, সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী, সাবেক প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বক্তব্যে বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্বের নিকট সুনাম অর্জন করছে তখন স্বাধীনতা বিরোধী অপশক্তি মাননীয় প্রধানমন্ত্রীর কবর বানানোর চেষ্টা করছে। এ শক্তি শুধু চাঁদের না একটা চক্রের। এই চক্রকে অতিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। 

এসময় তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাড়িয়ে আগামীর বাংলাদেশ গড়তে সহায়তা করতে হবে।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইবি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত