শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পর্যায়ে সরকারি সুবিধাপ্রাপ্ত উপকারভোগীদের মধ্যে ভিজিডি, ভাতা, হুইল চেয়ার, নগদ অর্থ, ঋনের চেক, শিক্ষা উপকরনসহ নানাবিধ সরকারি সেবা ও উপকরন বিতরন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ সোমবার বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. আমিনুল ইসলাম সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে সুদীপ দাস রিংকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কালাপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মতলিব ও শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান মো. দুধু মিয়া।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন, সমাজসেবা অধিদপ্তর থেকে ৩২ জনকে ১৫ হাজার টাকা করে এবং ৪ জনকে ২৫ হাজার টাকা করে সুদমুক্ত ক্ষুদ্রঋণ, ৯জন ক্যান্সার রোগীকে ৫০ হাজার টাকা করে সাড়ে ৪ লাখ টাকার চেক, ৬ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, বিআরডিবি থেকে ১ জনকে ২০ হাজার এবং ৫ জনকে ৩০ হাজার টাকা করে শস্য ঋণ, প্রাণীসম্পদ দপ্তর থেকে ৩৪৫ জনকে ২০টি করে মুরগী, মুরগীর ঘর এবং ৭৬ জনকে ভেড়ার ঘর নির্মাণ সামগ্রী, মহিলা অধিদপ্তর থেকে দু:স্থ মহিলাদের উন্নয়ন কর্মসুচির আওতায় মহিলাদের মাঝে ৩০ কেজি করে চাল, কৃষি অফিস থেকে কৃষকদের মাঝে ভুট্টা ২ কেজি, সরিষা ১কেজি, পেঁয়াজ ১ কেজি, সূর্যমুখী ১ কেজি করে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সরকারি বিভিন্ন সুবিধাভোগী প্রায় ৩ হাজার নারী-তপুরুষ উপস্থিত ছিলেন।