ফরিদপুরের ভাঙ্গায় অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। দীর্ঘ্যদিন ধরে বিভিন্ন ব্যক্তিদের অপহরণ করে তাদের মারপিট এবং ভয়ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি। অবশেষে সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ ।
গ্রেফতারকৃত আসামীরা হলো, শাহ আলম আকন ওরফে কালু (৩৫) ও মোঃ আবুল কালাম আজাদ (৫০)। তারা দুইজনেই বরগুনা জেলার বাসীন্দা।
গ্রেফতারকৃতদের কাছ থেকে অপহরণকৃত ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকা, বিভিন্ন ব্রান্ডের ৬টি মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত জানান ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান। এসময় পুলিশ সুপার জানান, ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে ওৎ পেতে থাকা অপহরণকারী একটি চক্র বিভিন্ন সময়ে সড়কে চলাচলকারী ব্যক্তিদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীদের মারপিট করে টাকা হাতিয়ে নিতো।
এছাড়া অপহরণকৃত ব্যক্তির পরিবারের কাছ থেকেও জিম্মি করে টাকা হাতিয়ে নিতো এ চক্রটি। এমন অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টীম তৎপর হয়ে উঠে । অবশেষে অভিযান চালিয়ে উল্লেখিত দুই অপহরণকারীকে গ্রেফতার করে। এ চক্রের বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার