যশোরে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৯:০২ PM
যশোরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত ও প্রত্যাখান করে পাল্টাপাল্টি মিছিল করেছে আওয়ামী লীগ ও বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক তফসিল ঘোষণার পর এ মিছিল বের করা হয়।
যশোর জেলা আওয়ামী লীগ আজ রাত সাড়ে ৭টায় যশোর শহরে দড়াটানা মোড় থেকে আনন্দ মিছিল বের করে। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে আসন্ন নির্বাচনে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহবান জানানোর পাশাপাশি নৌকায় ভোট প্রার্থনা করা হয়।
এদিকে, তফসিল প্রত্যাখান করে বিক্ষিপ্ত মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। যশোর শহর, যশোর-নড়াইল সড়ক, যশোর-সাতক্ষীরা সড়ক ও যশোর-ঝিনাইদহ সড়কে বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল বের করে।