<
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ২৬ ভাদ্র ১৪৩১
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
স্কুলের পরীক্ষায় বিতর্কিত প্রশ্নের ঘটনায় শিক্ষক বরখাস্ত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৭:০৯ PM
চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফকে নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিজনক প্রশ্নপত্র প্রস্তুত করায় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের (বাওয়া) ধর্ম বিষয়ক শিক্ষক আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সোমবার (২০ নভেম্বর) সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বরখাস্তের বিষয়টি বাংলাদেশ বুলেটিনকে  নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ আরিফ উল হাসান চৌধুরী।

বরখাস্ত হওয়া ওই শিক্ষকের বাড়ি  ফটিকছড়ির হারুয়ালছড়িতে হওয়ায় অনেকের ধারনা তিনি ব্যক্তিগত মতবিরোধ থেকেই উদ্দেশ্য প্রনোদিত হয়ে এমন বিতর্কিত প্রশ্ন যুক্ত করেছেন৷ মাইজভাণ্ডার দরবার শরীফকে অনেক ভক্তরা বিষয়টি আরো গভীর ভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন৷ ভক্তদের অভিযোগ ধর্মীয় সম্প্রিতি নষ্ট করে বিভেদ সৃষ্টি করতেই এমন বিতর্কিত প্রশ্ন করা হয়৷ এই ঘটনায় শুধু একজন শিক্ষকই নয় স্কুলের আরো অনেকেই জড়িত বলে ধারনা করছে মাইজভাণ্ডার দরবার শরীফকে ভক্তবৃন্দ৷ 

জানা যায়, গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত নবম শ্রেণির বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নপত্র প্রস্তুত করেন শিক্ষক আবদুর রহিম। ওই প্রশ্নের এক নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে উল্লেখ করা হয়েছিল, ‘সানজিদা তামান্না নিঃসন্তান দম্পতি। তারা সিদ্ধান্ত নিলেন যে, ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে যেয়ে বাবার কাছে সন্তান লাভের জন্য কান্নাকাটি করবেন। একদিন তারা বাবার দরবারে গেলেন সেখানে তারা সিজদারত অবস্থায় বাবাকে স্মরণ করে দুআ করলেন। দরবারে অবস্থানরত জনৈক ব্যক্তি তাদের এ কর্মকাণ্ড দেখে বললেন, তোমরা আল্লাহ তায়ালার সঙ্গে চরম জুলুম করেছ যা ক্ষমার অযোগ্য।’- এই উদ্দীপকের প্রশ্ন ছিল-- ক) নিফাক কি?, খ) খতমে নবুয়ত বলতে কী বোঝায়, ব্যাখ্যা কর? গ) উদ্দীপকের দম্পতির কাজগুলো কি বৈধ হয়েছে? কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ কর? এবং ঘ) জনৈক ব্যক্তির অভিমত ব্যক্ত কর?

পরবর্তীতে এই প্রশ্নপত্র নিয়ে রবিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এর পরই স্কুল কর্তৃপক্ষ প্রশ্ন প্রণয়নকারী ওই শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, জ্ঞানই আলো, শিক্ষাই আদর্শ এই নীতিবাক্যকে সামনে রেখে ১৯৬২ সালে চট্টগ্রাম নগরীতে প্রতিষ্ঠা হয় মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় (বাওয়া)। স্কুলটি মেধা তালিকায় বরারবই চট্টগ্রামে শীর্ষস্থানে থাকে৷ জানা গেছে স্কুলে বর্তমানে সাড়ে সাত হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর মধ্যে নবম শ্রেণিতে দুটি শিফটে রয়েছে চার শতাধিক শিক্ষার্থী।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত