শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
জনগণ বিএনপির হরতাল প্রত্যাখ্যান করেছে: মেয়র রেজাউল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৭:১৩ PM
জনগণ বিএনপির আন্দোলনের মতো বিএনপির হরতালও প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরীর। সোমবার দেওয়ানহাটে ডবলমুরিং থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মেয়র।

মেয়র বিএনপির উদ্দেশ্যে বলেন, বিদেশি অপশক্তির উস্কানিতে কান না দিয়ে নির্বাচনে এসে নিজেদের অস্তিত্ব রক্ষা করুন। অতীতের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে রাজনীতির মূল ধারায় আসেন। অর্থনীতি ধ্বংসকারী হরতাল ডেকে কোন লাভ হবেনা। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে সন্তুষ্ট।  তাই জনগণ আওয়ামী লীগের পক্ষে আছে। 

সমাবেশে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ। সভাপতিত্ব করেন সৈয়দ মো. জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন ইদ্রিস কাজেমী, মোহাম্মদ ইব্রাহিম এবং কাউন্সিলর নাজমুল হক ডিউক। সঞ্চালনা করেন ওহিদুর রহমান মহসীন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত