মানিকগঞ্জের হরিরামপুরে অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যার করা হয়েছে।এঘটনায় জড়িত আসিফ নামের এক যুবককে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) পুলিশ খবর পেয়ে হরিরাপুর উপজেলার ধুলশুরা ইউনিয়নের আইলকুন্ডি চরের একটি কাঠবাগান থেকে অজ্ঞাত ওই ব্যক্তির (মানসিক ভারসাম্যহীন) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রোববার বিকেল ৫ টার দিকে অজ্ঞাত পাগল ব্যক্তি আইলকুন্ডি চরে ঘোরাঘুরি করতে দেখে চরের সালাম শেখের ছেলে নাঈম শেখ এবং আঃ রাজ্জাক মৃধার ছেলে আসিফ পাগল ব্যক্তিকে গরু চোর ভেবে আটক করে আইলকুন্ডি গ্রামের পরাণ সরকারের কাঠবাগানে নিয়ে যায়। কাঠবাগানে নিয়ে গরু বাধার দড়ি দিয়ে বেধে গাছের ডাল দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটিয়ে মাথা ফাটানো সহ দুই হাত, পা ও সারা শরীরের বিভিন্ন স্থানের হাড় ভাঙ্গে ও রক্তাক্ত গুরুতর জখম করে পাগল ব্যক্তিকে হত্যা করে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার আদিত্য জানান, এই ঘটনায় আসিফ নামের এক যুবককে আটক করা হয়েছে। হত্যার কাজে ব্যবহৃত রসি এবং লাঠি উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। বিস্তারিত তদন্ত অব্যাহত আছে। লাশের পরিচয় সনাক্তসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।