মহিপুরে বে-সরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ'র আয়োজনে, উপজেলার উপকূলীয় এলাকায় দুর্যোগ বিষয়ক- ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ কলবাড়ী সংলগ্ন একটি মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়ন দুর্যোগ-ব্যবস্থাপনা কমিটি, সিপিপি, ও স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ এলাকার প্রায় ২'শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
বে-সরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজন, ডিআর আর প্রকল্পের প্রোগ্রাম অফিসার সুজয় সরকার'র সঞ্চালনায়, ইউপি সদস্য জামাল হাওলাদারের সভাপতিত্বে, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুডনেইবারস্ ডিআরআর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইউকি ইউসিমোরা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিআর আর প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার রাজীব বিশ্বাস, সন্মানিত অতিথী হিসেবে বক্তব্য রাখেন ডিআর আর প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর দিপক কুমার দাস।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা-সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম, গ্লোবাল টিভির কলাপাড়া প্রতিনিধি মহিবুল্লাহ পাটোয়ারী, নিউজনাউ টোয়েন্টিফোর'র কলাপাড়া প্রতিনিধি আল-আমিন প্রমুখএসময় বক্তারা উপকুলীয় এলাকায় মানুষকে দুর্যোগ সম্পর্কে সচেতনা বৃদ্ধি করা ও ব্যক্তি,পরিবার সমাজ পর্যায়ে দুর্যোগ প্রশমনে করনীয় ও দূর্যোগ পূর্ব, চলাকালীন, পরবর্তীকালীন করনীয় সম্পর্কে বিস্তারিত লাভের জন্য এ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।