দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে মোট ১০ জন মনোনয়নপত্র তোলেন। সোমবার (৪ ডিসেম্বর) তাদের মধ্যে নয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা-১১ আসনে শেরে বাংলার নাতনি কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান ফারাহনাজ হক চৌধুরীর মনোনয়ন বৈধতা রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম।
স্বতন্ত্র একজন প্রার্থীর সর্বনিম্ন এক শতাংশ ভোটারের সমর্থনের তথ্য গরমিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন বাছাই শেষে মনোনয়ন বৈধ ও অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন।
প্রসঙ্গত, শেরে বাংলার হাতে প্রতিষ্ঠিত ঐতিহাসিক এ দল থেকে তার নাতনি ফারাহনাজ হক চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। লিবারেল ইসলামিক জোটের সঙ্গে যুক্ত হয়ে কৃষক শ্রমিক পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে।