মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
নন্দীগ্রামে ধানের বীজ ও গাছের চারা বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৮:৫১ PM
বগুড়ার নন্দীগ্রামে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ ও গাছের চারা বিতরণ করেছে টিএমএসএস। বিনামূল্যে এ প্রণোদনা প্রদান করে এনজিওটির ইসলামী শাখা। 

সোমবার দুপুরে পৌর সদরে টিএমএসএস বগুড়া দক্ষিণ জোনের ইসলামী শাখার অফিস কক্ষে আয়োজিত প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. গাজীউল হক। 

টিএমএসএস নন্দীগ্রাম অঞ্চল প্রধান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম, ওসি (তদন্ত) মো. জামিরুল ইসলাম, টিএমএসএস বগুড়া দক্ষিণ জোনের (শেরপুর) জোনাল ম্যানেজার মো. ছানাউল হক।

আলোচনা শেষে নারী সদস্য ও কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানের বীজ এবং গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন টিএমএসএস নন্দীগ্রাম ইসলামী শাখা প্রধান মো. আব্দুস সালাম, হিসাব রক্ষক জাকিয়া খাতুনসহ কর্মকর্তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত