বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এম আর জামিল হোসাইন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
আপিলে প্রার্থীতা ফিরে পেয়ে শুক্রবার বেলা ১১ টার দিকে তিনি টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জামিল হোসাইন বলেন, 'আমি নৌকা প্রতীক চেয়েছিলাম পাইনি, তাতে আমার কোন দুঃখ নেই। এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের নির্দেশনা মেনে নির্বাচন করব। নৌকার প্রার্থীর সাথে আমার কোন বিরোধ নেই। নৌকাও আমার প্রতীক।
এ আসনে আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ।