<
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
কানের দুল ছিনিয়ে গিলে ফেললেন ছিনতাইকারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৩ PM
রাজধানীর গুলিস্তানে পথচারী এক নারীর কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হাতেনাতে ধরে ফেলার পর সেই দুল গিলে ফেলেছেন ছিনতাইকারী। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সোনিয়া আক্তার নামে ওই নারী জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থাকেন তিনি। কেনাকাটার জন্য স্বামী রাসেল ও ছেলেকে নিয়ে গুলিস্তান এসেছিলেন। বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে ছিনতাইকারী তার ডান কানের দুল ধরে টান দেয়। পরে স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর পিছু নেন স্বামী রাসেল। কিছুদূর গিয়ে তাকে ধরে ফেললে তিনি (ছিনতাইকারী) দুলটি গিলে ফেলেন। তখন স্থানীয়রা তাকে গণধোলাই দেন।

রাসেল জানান, ছিনতাইকারীকে ধরতে গিয়ে তিনি নিজেও রাস্তায় পড়ে যান। পায়ে সামান্য ব্যথাও পেয়েছেন। তবুও তার পিছু ছাড়েননি। ধরে ফেলার পর দুলটি নিজের মুখে ঢুকিয়ে ফেলেন সেই ছিনতাইকারী। অনেকবার বলার পরও তিনি সেটি আর মুখ থেকে বের করেননি।

এদিকে বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার জানান, ভুক্তভোগীর স্বামী নিজেই ওই ছিনতাইকারীকে আটকের পর পুলিশে দিয়েছেন। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এক্সরে করানো হয়েছে। রিপোর্টে দেখা গেছে, দুলটি তার পেটে আছে। সেটি বের করার প্রক্রিয়া চলছে। এছাড়া ছিনতাইকারী ওই যুবক নিজের নাম রুবেল (২৫) বলে দাবি করেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত