রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
শিক্ষামন্ত্রীকে নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ১:৪২ PM
নতুন শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। আজ ১২ জানুয়ারি ২০২৪ তারিখ শুক্রবার সন্ধ্যায় বনানীতে মাননীয় মন্ত্রীর নিজ বাসায় এক ঘরোয়া পরিবেশে তাঁকে এই ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। 

এসময় মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরীর সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং অনুষ্ঠিতব্য তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স সম্পর্কেও অবগত করেন। উল্লেখ্য দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তাঁর উপস্থিতি ও বক্তব্য সবাইকে অনুপ্রাণিত করেছিল। 

গতকাল ১১ জানুয়ারি ২০২৪ তারিখ বৃহস্পতিবার জনাব মহিবুল হাসান চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত হয়েছেন জনাব মহিবুল হাসান চৌধুরী। মাননীয় শিক্ষামন্ত্রীসহ ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী এবারের মন্ত্রীসভায় শপথ নিয়েছেন। বঙ্গভবনে শপথের মধ্য দিয়ে মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অভিষেক হয়। মহামান্য রাষ্ট্রপতি জনাব মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথ পাঠ করান। 

এর আগে, ১১ জানুয়ারি ২০২৪ তারিখ বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়।  জনাব মহিবুল হাসান চৌধুরী ২০১৬ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত