শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
অস্ট্রেলিয়া এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৯:১৪ PM
অস্ট্রেলিয়া এ্যালামনাই এসোসিয়েশন বাংলাদেশের (এএএবি) উদ্যোগে রাজধানীর টোলারবাগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে টোলারবাগ সমাজকল্যাণ সংগঠনের সহযোগিতায় কয়েকশ অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু নাসার উদ্দিন, সহ-সভাপতি কমান্ডার (অব:) এরশাদ জান চৌধুরী, সাধারণ সম্পাদক অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাতেমা জাহান স্বর্না, যুগ্ম সম্পাদক যুগ্ম জেলা ও দায়রা জজ মাহবুব সোবহানী, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিএআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ খুরশীদ আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা কৃষি কর্মকর্তা ইরিন পারভিন, নির্বাহী কমিটির সদস্য ডেপুটি স্টেশন ইঞ্জিনিয়ার লোপা খান ও উপ-কর কমিশনার তিথি শিকদার এবং টোলারবাগ সমাজকল্যাণ সংগঠনের সদস্যরা। 

অস্ট্রেলিয়া এ্যালামনাই এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আবু নাসার উদ্দিন বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব। মানবিক কাজের অংশ হিসেবে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এসোসিয়েশের পক্ষ হতে ভবিষ্যতেও জন-কল্যাণমূলক কাজ চলমান থাকবে।

শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষগুলো আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত