রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় ফজলে রাব্বি সুমন হত্যাকাণ্ডের প্রধান আসামি মুন্না ওরফে ‘পিচ্চি মুন্না’ এবং অস্ত্র হাতে ভাইরাল ভিডিও'র যুবককে গ্রেফতার করেছে র্যাব-২। এছাড়া আরও দুটি সফল অভিযানের বর্ণনা তুলে ধরা হয় এক সংবাদ সম্মেলনে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার।
র্যাব জানায়, মোহাম্মদপুরের পাবনা হাউজ গলি এলাকায় বসবাসকারী ফজলে রাব্বির সঙ্গে মাদক বিক্রিকে কেন্দ্র করে বিরোধ ছিল পিচ্চি মুন্নার। একপর্যায়ে রাব্বি তাকে পুলিশে ধরিয়ে দেন। জামিনে মুক্ত হয়ে মুন্না রায়েরবাজার এলাকায় ফজলে রাব্বির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ফজলে রাব্বির বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। এছাড়া র্যাব-২ এর সাম্প্রতিক আরও তিনটি সফল অভিযানের তথ্য সংবাদ সম্মেলনে জানানো হয়।
কিশোর গ্যাংয়ের হাতে সোর্স আল-আমিন হত্যা
গত ১৬ জুলাই মোহাম্মদপুরের লাউতলায় কিশোর গ্যাংয়ের হাতে নিহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স আল-আমিন। শত্রুতার জের ধরে মোশারফ ও রিপন ওরফে গিট্টু রিপনের নেতৃত্বে তাকে কুপিয়ে হত্যা করা হয়। র্যাব-২ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে ১৮ জুলাই ভোলা থেকে আসামি দুজনকে গ্রেপ্তার করা হয়।
গুলশানে ষাটোর্ধ্ব নারী অপহরণের মূলহোতাসহ তিন গ্রেপ্তার
গুলশান থেকে অপহৃত ষাটোর্ধ্ব নারী মাকছুদা খানমকে ২১ জুলাই উদ্ধার করে র্যাব-২। ঘটনার মূলহোতা সোহেল রানাকে ২৯ জুলাই নরসিংদীর মাধবদী থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ভাষানটেক ও পল্লবী থেকে আরও দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
ভাইরাল হওয়া অস্ত্রধারী যুবক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল হওয়া মো. মোশারফ হোসেন ওরফে আলভিকে ৪ জুলাই সামুরাই অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব-২। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। র্যাব-২ জানায়, গ্রেপ্তারকৃত সব আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।