রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
সংসদ ঘেরাওয়ের হুমকি দিলেন নুরুল হক নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ৭:৩৭ PM
অধিবেশন ডাকার সঙ্গে সঙ্গে জাতীয় সংসদ ঘেরাও করার হুমকি দিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। এজন্য বিএনপির-জামায়াতসহ সব দলকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে দ্রবমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের পররাষ্ট্রনীতি ও সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে নুর এ হুঁশিয়ারি দেন।

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি বলেন, পাঠ্যবইয়ে শরীফ থেকে শরীফার গল্প পরিকল্পিতভাবে ছাপানো হয়েছে। এটা এই জাতিকে ধ্বংসের পরিকল্পনারই অংশ।
 
ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়ে নুর বলেন, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ভারতের এজেন্ট। সবাইকে বলছি ভারতীয় পণ্য বয়কট করুন। আজ থেকেই সবাই ব্যানার ফেস্টুন ছাপান।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, ‘সংসদ অধিবেশন ডাকার সঙ্গে সঙ্গে আমরা সংসদ ঘেরাও করব। বিএনপির-জামায়াতসহ সব দলকেই বলছি আজ থেকেই আপনারা প্রস্তুতি নিন।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত