বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
ঘিওরে রাতের আধারে ফসলি জমি হচ্ছে পুকুর
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪৬ PM
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় দিন দিন মাটি খেকোদের থাবায় রাতের আঁধারে ফসলি জমি হয়ে যাচ্ছে পুকুর। ঘিওর উপজেলার বড়টিয়া ইয়নিয়নের হিজুলিয়া মৌজায় ফসলি জমির মাটি সহ হিজুলিয়া-ঠাকুর কান্দি খাল খননের মাটি ও খাল থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রির মহোৎসবে মেতে উঠেছে স্থানীয় কিছু মাটি ব্যবসায়ী। 

সরেজমিনে দেখা যায়, উপজেলার বড়টিয়া ইয়নিয়নের হিজুলিয়া এলাকায় আবাদি ফসলি জমি সহ হিজুলিয়া-ঠাকুর কান্দি খাল খননের মাটি ও খাল থেকে ভেকু মেশিন দিয়ে প্রতি দিন মাটি কাটা হচ্ছে। ভেকু দিয়ে ৮ থেকে ১০ ফুট গভীর গর্ত করে মাটি কাটার ফলে এসব গর্তের পাশের কৃষিজমির মাটিও ভেঙ্গে পড়ছে। 

অভিযোগ রয়েছে, জমির মালিকদের না জানিয়েও মাটি কাটা হয়। অনেক সময় দেখানো হয় ভয়ভীতি। পুকুর খনন নয়, আসল উদ্দেশ্য মাটি। ইট তৈরির জন্য মহামুল্যবান এ মাটি রাতারাতি খুঁড়ে নেওয়া হচ্ছে ইট ভাটায়। 

এলাকা থেকে তিন ফসলি কৃষি জমি থেকে রাতের আধারে প্রভাব খাটিয়ে কাটা হচ্ছে এসব মাটি। এসব মাটির শেষ ঠিকানা হচ্ছে বিভিন্ন ইট ভাটা। সন্ধা হতেই চলাচল করে মাটি ভর্তি নিষিদ্ধ হাইড্রলিক ট্রাক। চলে দানবের মতো রাতভর। মাটি বাহী ট্রাকের প্রভাব পড়েছে সড়ক গুলোতেও।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইন অমান্য করে অবৈধ প্রক্রিয়ায় মাটি বাণিজ্যের কোন সুযোগ নেই। অবৈধ প্রক্রিয়ায় মাটি বাণিজ্য যারাই করবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত