মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
গ্রামীণ ব্যাংকের টাকায় ৭ প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০৪ PM
গ্রামীণ ব্যাংকের টাকায় ৭টি প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ।

তিনি বলেন, গ্রামীণ টেলিকম ভবনে থাকা গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম, গ্রামীন ফান্ড, গ্রামীণ মৎস ফাউন্ডেশান, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী ও গ্রামীণ শক্তি নামের প্রতিষ্ঠানগুলো গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভার অনুমোদনে এবং গ্রামীণ ব্যাংকের টাকায় সৃষ্টি হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এসব কথা বলেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস জানান, গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ১৬টি প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংকের কোন টাকা নেই। একই সঙ্গে তিনি জানান, গত ১২ ফেব্রুয়ারি গ্রামীণ টেলিকম ভবনের ৮টি প্রতিষ্ঠানে তালা দিয়েছে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা।

তবে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের দাবি, নিয়ম মেনেই ৭টি প্রতিষ্ঠানে চেয়ারম্যান ও নির্দিষ্ট সংখ্যক পরিচালনা মনোনয়নে গ্রামীণ ব্যাংক আইনগত অধিকার রাখে। 

তিনি আরও বলেন, ওই ৭টি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক কর্তৃক সৃষ্টি হয়েছে এবং আর্টিকেল অব এসোসিয়েশন অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান ও নির্দিষ্ট সংখ্যক পরিচালক মনোনয়নে গ্রামীন ব্যাংক আইনগত অধিকার রাখে।

আমরা কোন প্রতিষ্ঠান জবর দখল করিনি। গ্রামীণ ব্যাংকের অনেক টাকা লোপাট হয়েছে। অনেক টাকা বিদেশে পাচার হয়েছে বলেও জানান তিনি। 

গ্রামীণ ব্যাংকের আইন বিষয়ক প্রধান উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আক্তার বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই প্রতিষ্ঠানগুলোতে তালা দেওয়া হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত