মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
মানিকগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০৪ PM আপডেট: ১৭.০২.২০২৪ ৬:১০ PM
"দেশ বাঁচাও মানুষ বাঁচাও" স্লোগানে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলা বিএনপি"র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদুসহ বিএনপি, যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল ইউনিটে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আফরোজা খান রিতা বলেন, বর্তমান ডামি সরকারের আমলে চাল-ডালসহ সকল পণ্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতিতে দেশের মানুষের কষ্টের যেন শেষ নেই! দিন দিন বেড়েই চলেছে খুন, ধর্ষণসহ লোমহর্ষক অপরাধ  কর্মকান্ড। অর্থনীতি হুমকির মুখে। শিক্ষায় অচলাবস্থা। সব ক্ষেত্রে দুর্নীতি-অনিয়ম।

গ্যাস ও জ্বালানী সংকট চরমে। বিএনপি চেয়ারপারসন বন্দী। তারেক রহমান দেশান্তরিত। এ সকল ঘটনার প্রতিবাদ এবং গণতন্ত্র,  মানবাধিকার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বানে  কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালন করে মানিকগঞ্জ জেলা বিএনপি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত