সরকারি নিয়ম অমান্য করে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার দায়ে গাজীপুরের টঙ্গীতে চার হাসপাতালকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব ১ এর ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এসময় বিভিন্ন অসংগতির দায়ে নিউ লাইফ হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারকে ২০ হাজার টাকা, সেবা সুশ্রূষা হাসপাতালকে ৫০ হাজার টাকা, ফাতেমা জেনারেল হাসপাতালকে ৮০ হাজার টাকা ও টেকনিশিয়ান দ্বারা ল্যাব পরিচালনা করার দায়ে মাইশা জেনারেল হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেন র্যাব ১ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান।
এসময় আরো তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়।
অভিযান শেষে সংবাদকর্মীদের সাথে কথা বলেন র্যাবে ১ এর সিপিসি ২ কোম্পানী কমান্ডার মেজর আহনাফ রাসিফ।
তিনি বলেন, সাতটি প্রতিষ্ঠানে অভিযান করেছি। বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ২লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকী তিনটিকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।