সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে প্রতিযোগিতা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ২:৪৯ PM আপডেট: ১৪.০৩.২০২৪ ৩:১১ PM
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রতিযোগিতা আজ (বৃহস্পতিবার) দুপুরে বাংলাদেশ শিশু একাডেমির খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেন। এছাড়া এই প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশ নেন। 

অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মহেশর মন্ডল, জান্নাতুল ফেরদৌস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফারজানা আহমেদ, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক দেবাশীষ মন্ডল, শিশু একাডেমির আর্ট প্রশিক্ষক কাকন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ১৭ মার্চ সকাল সোয়া নয়টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত