মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
গাজীপুরে একদিনে বিএনপির ৪ নেতা বহিষ্কার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৭:১১ PM
গাজীপুরে চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের দায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ দপ্তর সম্পাদক এডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বহিষ্কৃত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা হলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল হালিম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন এবং টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

এ ব্যাপারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, এ বিষয়টা আমি এখনো জানি না। আমি চিকিৎসার জন্য দেশের বাহিরে আছি। 

চাঁদাবাজি মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন পুলিশের হাতে গ্রেফতার থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।

বিষয়টি জানাজানি হলে টঙ্গীজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সরব হয়ে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। স্থানীয় বিএনপির দাবি কেন্দ্র থেকে কি তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কেউ জানেন না। 

বহিস্কৃত চার জনের মধ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হালিম মোল্লা ও বিএনপি নেতা জিএস স্বপন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকলেও রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও সিরাজুল ইসলাম সাথী পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে এমন কঠোর সিদ্ধান্তের নিন্দা জানান স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত