মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
ফিলিস্তিনে নির্মম গণহত্যার প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৮:৩৯ PM
আজ দুপুরে "ভয়েস অব লয়ার্স অব বাংলাদেশ" এর উদ্যোগে ইজরাইল কর্তৃক ফিলিস্তিনিদের নির্মম গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনকে স্বীকৃতির দাবীতে সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গনে আইনজীবীদের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সাবেক সম্পাদক, ভয়েস অফ লয়ার্স অফ বাংলাদেশের সভাপতি এডভোকেট আলহাজ্ব গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ভয়েজ অফ লয়ার্স অব বাংলাদেশের চিফ কোঅর্ডিনেটর এডভোকেট আশরাফুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে অ্যাডভোকেট পারভেজ হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ভয়েজ অব লইয়ারস অব বাংলাদেশের কো-অর্ডিনেটর এডভোকেট মোঃ দেলওয়ার হোসেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক এডভোকেট মেহেদী হাসান,  সিনিয়র অ্যাডভোকেট মহাসীন রশিদ, ঢাকা মেট্রোবারের সাবেক সভাপতি এডভোকেট আবেদ রাজা, সংবিধান সংরক্ষণ কমিটির সভাপতি শাহ আহাম্মেদ বাদল, সিনিয়র এডভোকেট এম এ খালেদ, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক এডভোকেট সাইফুর রহমান, এডভোকেট মাইনুদ্দিন ফারুকী, এডভোকেট শফিকুর রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক জনাব মোবিনুল ইসলাম  সহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, ইজরায়েলের মানবাধিকার লঙ্ঘনে ও যুদ্ধনীতি লংঘনের অপরাধে বিচার একদিন অবশ্যই হতে হবে। এ ব্যাপারে ইরানের মত মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহবান জানানো হয়। 

সভাপতি বক্তব্যে বলেন, বাংলাদেশ সহ মুসলিম শাসকদের উচিত এই মুহূর্তে ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়া। এবং দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলের উচিত ফিলিস্তিনিদের অধিকার আদায়ের এ আন্দোলন সোচ্চার হওয়া। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত