শনিবার ১৪ জুন ২০২৫ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
শনিবার ১৪ জুন ২০২৫
একশন এইডের আয়োজনে প্রথমবার ফেমিনিস্ট গ্রীন অ্যাকশন অ্যাওয়ার্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৮:৩২ PM
নারীবাদী সবুজ জলবায়ু রূপান্তরে বিশেষ অবদান রাখা ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তা এবং কর্পোরেট প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান ও উৎসাহিত করতে একশন এইড প্রথমবারের মতো আয়োজন করেছে "ফেমিনিসট গ্রীন অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৫"। এ অনুষ্ঠানে সবুজ জলবায়ু পরিবর্তনে অনন্য অবদানের জন্য পুরস্কৃত হলেন দেশের তিন উদ্যোক্তা।

গতকাল (বুধবার) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে  বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে একশন এইডের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধি, কুটনীতিক, কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নেন।

এসএমই বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সেন্টার পর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস (সিডিপি) এর আওতাধীন ট্রিপ্তি বুটিক হাউস এবং ইকোলেরি বাংলাদেশ এবং কর্পোরেট বিভাগে আমান স্পিনিং মিলস লিমিটেড। অনুষ্ঠানে প্রত্যেক বিজয়ীকে অর্থ পুরস্কার, সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে একশন এইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, "বাংলাদেশে এই প্রথম একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেখানে ন্যায্য ও নারীবাদী রূপান্তরে এসএমই ও কর্পোরেট প্রতিষ্ঠানদের স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, এই পুরস্কার একটি ন্যায্য টেকসই অর্থনীতি ও সবুজ পৃথিবী গড়ে তোলার দিকে একটি গুরুত্বপূর্ণ ও মাইলফলক পদক্ষেপ হয়ে থাকবে। এর মাধ্যমে আমরা অন্যদেরকেও সবুজ রূপান্তর আন্দোলনে যোগ দিতে এবং মানুষের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আনতে উৎসাহিত করতে চাই।"

তিনি আরো বলেন,"বিশ্ব বর্তমানে জলবায়ু সংকটে দাঁড়িয়ে আছে, আর সেই সংকট মোকাবিলায় গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি স্তরে সবুজ উদ্ভাবন অপরিহার্য। বিশেষ করে এসএমই উদ্যোক্তারা উদ্ভাবন ও দ্রুত বাস্তবায়নের মাধ্যমে যে পরিবর্তন  আনতে পারে, সেটাই আমাদের শক্তি ও অনুপ্রেরণা।"

উল্লেখ্য যে, একশন এইড বাংলাদেশ এর আয়োজনে এ বছরই যাত্রা শুরু করে 'ফেমিনিস্ট গ্রীন অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৫'। এই পুরস্কারের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হয় এবং ২০ এপ্রিল পর্যন্ত মোট ২৭টি আবেদন জমা পড়ে। এরপর বিচারকমণ্ডলী কয়েক দফা যাচাই বাছাইয়ের পর তিনটি প্রতিষ্ঠানকে বিজয়ী ঘোষনা করেন। 

বিচারকমণ্ডলীর সদস্যরা হলেন সাপোর্ট এর কান্ট্রি ম্যানেজার সুরাইয়া আক্তার, ই-কুরিয়ার লিমিটেডের সিইও বিপ্লব ঘোষ রাহুল, উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (WEAB) এর প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল, একশন এইড ইন্টারন্যাশনালের আইএইচএআরটি এর গ্লোবাল রেজিলিয়েন্স অ্যাডভাইজার তানজির হোসেন এবং একশন এইড বাংলাদেশ- এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত