শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
প্রত্যেক হজ্জযাত্রীর জন্য ‘নুসুক’ স্মার্ট কার্ড বাধ্যতামূলক
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ মে, ২০২৪, ৩:১২ PM
প্রত্যেক হজ্জযাত্রীর জন্য ‘নুসুক’ স্মার্ট কার্ড বাধ্যতামূলক করেছে সৌদি হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়। এক প্রজ্ঞাপনে নিশ্চিত করেছে, চলতি ২০২৪ সালের নিয়মিত হজ্জযাত্রীদের মাশায়ের মুকাদ্দাসায় (মিনা, মুযদালিফা ও আরাফাত) প্রবেশের  ক্ষেত্রে ‘নুসুক’স্মার্ট কার্ড থাকতে হবে। 

যে কেউ এ হজ্জের নিয়ম-কানুন ও নির্দেশনাবলী লঙ্ঘনের অপরাধে হাজিদের শাস্তির সম্মুখীন হবে। মন্ত্রণালয় তার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেইসবুক পেইজে ধারাবাহিক পোস্টে বলেছে যে, নুসুক স্মার্ট কার্ড নিয়মিত এবং অনিয়মিত হজ্জযাত্রীদের মাঝে পার্থক্য করতে পারে। সুতরাং যার কাছে কার্ডটি থাকবেনা, তার পক্ষে মাশায়ের মুকাদ্দাসায় (মিনা, মুযদালিফা ও আরাফাত) প্রবেশ করা সম্ভব হবে না। 

গত সপ্তাহে নুসুক স্মার্ট কার্ডের উভয় সংস্করণ মুদ্রিত ও ডিজিটাল কপি উদ্ভোধন করেছে সৌদি হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়। মুদ্রিত কপি হজ্জযাত্রী বহন করবে এবং ফোনের ক্যামেরা ব্যবহারের মাধ্যমে ডিজিটাল কার্ডের কোড স্ক্যান করে প্রবেশ করা যাবে। 

মন্ত্রণালয় আরো জানিয়েছে, কার্ডটিতে অনেকগুলো পরিসেবা রয়েছে, যা হজ্জযাত্রীদের জন্য তাদের হজ্জের কার্যাবলী পালন করা সহজ করে তুলবে। কারণ এটি তাদের সহজভাবে চলাফেরা ও দলবদ্ধভাবে হজ্জ কার্যক্রম সম্পাদনের সময়-সূচির ব্যাপারে নির্দেশনা-সতর্কতাবলী প্রাপ্তিতে সহায়তা করবে। 

পাশাপাশি এর মাধ্যমে তারা তাদের জন্য প্রদত্ত যাবতীয় সেবা-পরিসেবার মান মূল্যায়ন এবং অভিযোগ দায়ের করতে পারবেন। বহু দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেইজে হজ্জ ব্যবস্থাপনায় সেবা প্রদানের নামে ভূয়া বিজ্ঞপ্তি দাতা জাল হজ্জ এজেন্সির খপ্পরে না পড়ার জন্য মন্ত্রণালয় পূনঃরায় সতর্ক করেছে। 

মন্ত্রণালয় আরো গুরুত্বারোপ করেছে যে, কেবলমাত্র রাজকীয় সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হজ্জ ভিসা লাভের মাধ্যমে এবং বিভিন্ন দেশের হজ্জ অফিসগুলোর মাধ্যমে কিংবা হজ্জ মিশন নেই এমন দেশগুলোতে নুসুক হজ্জ প্ল্যাটফর্মের মাধ্যমে হজ্জব্রত পালন করার জন্য আসা যাবে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত