বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
মায়ের জন্য নিউইয়র্কে বেবি নাজনীনের ‘মাহফিল আয়োজন’
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ মে, ২০২৪, ৫:৩৬ PM
কণ্ঠশিল্পী বেবী নাজনীনের কাছে এবারের মা দিবসটি বিষণ্নতায় ঢাকা। দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই কন্ঠশিল্পী। এর মধ্যেই গত ১৭ এপ্রিল ঢাকায় বসবাসরত মা আবিদা মনসুরকে হারালেন তিনি।

যদিও এরপরও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পূর্ব নির্ধারিত কনসার্টে অংশ নিয়েছেন তিনি। তবে গানের এই ব্যস্ততা থেকে এবার খানিক ছুটি নিয়ে নিউইয়র্কের কুইন্স প্যালেসে আয়োজন করতে যাচ্ছেন মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মাহফিলের।

এই শিল্পী জানান, ১৩ মে মাগরিবের নামাজের পর তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে বসবাসরত তার বন্ধু, স্বজন ও ভক্তদের এই মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানান।    

বেবী নাজনীনের ছোটভাই সাংবাদিক এনাম সরকার জানান, তাদের মা দীর্ঘদিন ধরে কিডনিসহ বেশ কিছু জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ রোজার ঈদের আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আর ঘরে ফেরা হয়নি আবিদা মনসুরের।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত