বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
ভোটকেন্দ্রে ভীতি প্রদর্শন করায় জেল জরিমানা
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬:৪৩ PM
যশোরের চৌগাছা উপজেলার বড় কাকুড়িয়া কেন্দ্রে হাতুড়ি নিয়ে ভোটারদের মারতে উদ্যত হওয়ায় আব্দুল মাজিদ নামে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। দন্ডিত আব্দুল মাজিদ (৩৫) ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, চৌগাছা উপজেলা স্বরূপদাহ ইউনিয়নের বড়কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলছিল। দুপুর আড়াইটার দিকে ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে পুলিশ সদস্যদের সাথে আব্দুল মাজিদের বিতান্ড হয়। এরপর আব্দুল মজিদ বাড়ি থেকে একটি হাতুড়ি নিয়ে এসে কনস্টেবল মমিনুর রহমানকে মারতে উদ্যত হয়। এসময় পুলিশের অন্য সদস্যরা তাকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেয়। 

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, কোন পুলিশ সদস্যকে নয়, আব্দুল মাজিদ সাধারণ ভোটারের মধ্য ভীতি প্রদর্শনের জন্য হাতুড়ি বের করেছিলো। যে কারণে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন। এরপর আব্দুল মজিদকে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, কোনো পুলিশ সদস্যকে নয়, সাধারণ ভোটারকে ভয়ভীতি দেখানোর কারণে আব্দুল মাজিদকে সাজা প্রদান করা হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত