বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
ঘূর্ণিঝড় রেমাল: রাত বাড়ার সঙ্গে বাড়ছে প্রাণহানি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ১২:৪৯ AM
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখন পর্যন্ত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মহিববুর রহমান।

মহিববুর রহমান জানান, ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ উপকূল অতিক্রম করেছে। এর কেন্দ্রটি আগামী ১-২ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করবে। কেন্দ্র অতিক্রম করার পর ঘূর্ণিঝড়ের শেষ ভাগটি ৩-৫ ঘণ্টা পর বাংলাদেশ অতিক্রম করবে।

তিনি জানান, ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। এরমধ্যে একজন পটুয়াখালীতে এবং দুইজন সাতক্ষীরায় মারা গেছেন। 
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকাত মোড়ল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শওকাত মোড়লের পুত্রবধূ আছমা খাতুন জানান, রোববার (২৬ মে) সন্ধ্যার দিকে তার শ্বশুর তার শাশুড়িকে নিয়ে নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।

দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, কম ক্ষতির মধ্যে দিয়ে এটা মোকাবিলা করার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৮ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পেরেছে। দুর্গত অঞ্চলে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত