বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
কবিতা: প্রতীক্ষা, কাব্যগ্রন্থ তোমার জন্য
জুয়েল রানা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১০:৪০ AM
একুশ বছর পার হয়ে যায়
খুঁজ মেলে না তার
কুটনী বুড়িটার দাঁত পড়েছে
বেঁকে গেছে দুই হাড়।

শিমুল গাছটা উপড়ে পড়েছে
দুলাই নদীর পাড়
তপন বাবুর ডাঙ্গর বাছুরটা
পরিণত বড় ষাঁড়।

চুল পেকেছে বিনুধ বাবুর
দাড়িটা একটু পাকা
রেশমি কালারের লুঙ্গিটাতেও
ধুলা ঝুলখানি মাখা।

চেনা-জানা  সব রাস্তাগুলোতে
বিদেহী ভূতেদের ত্রাস
এদিক ওদিক আইলগুলো ভেদে
আজগুবি যত ঘাস।

মৃত ঝিলটায় কমল কাঁদিছে
কষ্টে ফাটাচ্ছে বুক
অতিথি বকদের আনাগোনা নাকি
কমছে বিশাল খুব!

শিয়ালগুলো তার পথ হারিয়ে 
অভিমানী রাগী খুব
বিলাসীদের নজরে পড়িয়াই কি
আমায় দেয় অভিযোগ?

গুঁইসাপের ডেরায় এখনযে তবে
পাইনা হাড্ডি - হাড়
আমিষভুজীরা কোথায় গেল তবে
খায় বুঝি ব্রয়লার?

মাঠগুলো বাধা বেড়া বন্দীতে
খেলা ফন্দি ব্লক
কৃষকরা বলে চাঁদের হাটে
মিটাচ্ছে দাবি শখ!

বিলগুলো আর গাঙগুলোর পার
দাপট পুষ্টের ভিড়
হতভাগারা মাছ ধরলেই শুনি
 বিধান ধারা জাহির !

ক্যারাম খেলার বড় আসরে
বুড়া-জোয়ানদের ঢল
মিথ্যা গল্পে মাতিয়া গোঁয়ার
কথায় ঢুকায় নল।

বেদে এসেছে সাপ হাতেতে
হাত পরখে ঝি'র
বোকা বেটিযে ধরে ফেলেছে
ঝুটা ভেল ভ্রান্তির।

কুলকি টানা মুরব্বি সবের
জং ধরেছে গায়
পড়ন্ত বিকেলের উড়ন্ত ক্ষণের
গত নব সন্ধ্যায়।

মন ভুলানো বাঁশির কারিশমা
 পাগলা দয়াল নুর
মেঘ পশলার অপেক্ষায় উদাস
পিনিকহীন তার সুর।

সমত্ত যুবাদের দেশান্তরী ঢেউ
বধূদের রেখে গাঁই
পরকিয়া তাই খুব বেড়েছে
নারীর হাড়ি রাস্তায়।

নবীন - জোয়ান প্রবীণ দ্রুত 
হাইব্রিড ভোজে রোগ
ডাক্তার সমেত চেম্বারে সারি
পাড়ার হাজার লোক।

তিনটা ছেলেকে জারজ বলিলে
নরম মনেতে ক্ষোভ
খারাপের ভালো বললেই নাকি
পারবে ফুলাতে বুক।

মূর্খরা বসেছে ক্ষমতার আসীনে
টাকার বড়াইয়ে খুব
দরবার-নালিশ তাদের ডরায়ে
অন্যায় থাকে চুপ। 

শিক্ষা বাড়িলেও শিক্ষিত কমেছে
শ্রদ্ধা দিয়াছে উড়াল
সামান্য শাসনে গুরুসদয় বিপক্ষ
ব্যস্ত-চুলো-চন্ডাল।

ঘাপটিতে বসা পান্তা হাসুদের
বনে ঢুকেছে মোষ
বন উজাড়ের প্রতিবিধান সাথে
দাবি নামা প্রস্তুত।

অনিয়ম গুটাতে চিল পেঁচারা
বেধেছে সবে জোট
পূর্ব  অম্বরে পায়রাদের পায়ে
মস্ত এক চিরকুট।

সুন্দরলালের পদধূলি বুঝি
আসছে দেশ ভেদে
বিরুদ্ধ রেখার মূল সপাৎ
নিবেন তাহার কাঁধে। 

চিপকো যুদ্ধের পুরোধা নীতি
চিঠির ভাষ্য কথন
দূরীভূত সব অসম ঝঞ্ঝাট 
করবেই তুমি পণ।

সদ্য কাকতাড়ুয়া  শাড়ি পড়েছে
তুমি আসবে তাই
সোনামুখো নাচে প্রকৃতি সাজে
তোমার অপেক্ষায়। 

বন্দী পাগলের জ্ঞান ফিরেছে
তুমি আসবে তাই
পাখির কাছে ফুলে কাছে
দলার সাহস পায়।

বসন্তের ছোঁয়া পেয়েছে সকলে
তুমি আসলে তাই
শত-সহস্র সোহাগিনী স্পর্শ 
সতেজ নব্য ধারায়

হে প্রেম ব্যসনী,মন ছেদনী
শুধু তুমার প্রতীক্ষায়।
শুধু তুমার প্রতীক্ষায়।
শুধু তুমার প্রতীক্ষায়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত