শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
বাজেট ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৪:৫৪ PM আপডেট: ০৬.০৬.২০২৪ ৫:১৮ PM
আসন্ন ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ঘাটতি ধরা হয়েছে দুই টাকা ৫৬ হাজার কোটি টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে আসন্ন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তিনি এ  প্রস্তাব দেন। 

জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এর আগে প্রস্তাবিত বাজেটে মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। পরে ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদে পাস হয়ে ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে। এবারে নতুন অর্থমন্ত্রী স্বপ্ন দেখছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে। এজন্য অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের প্রতিপাদ্য ধরা হচ্ছে- সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে  ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আহরন লক্ষ্যমাত্রা হয়েছে পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা। যার মধ্যে এনবিআরের আহরন করতে হবে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এই বাজেটের ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। যা মোট জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত