চট্টগ্রামে হেলে পড়া ৫ তলা ভবনটি থেকে সেখানের বাসিন্দাদের সরে যেতে নোটিশ ইস্যু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। তবে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেটি অপসারণের এখতিয়ার সিডিএ'র কাছে না থাকায় এই বিষয়ে ব্যবস্থা নিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বরাবরেও চিঠি পাঠানো হয়েছে।
চান্দগাঁও থানাধীন বাহিরসিগন্যাল বড়ুয়া পাড়াস্থ বৌদ্ধ মন্দির সংলগ্ন নবরত্ন নামের ভবনটি হেলে পড়ার খবর প্রকাশের পরপরই ভবনটি পরিদর্শন করেছে সিডিএ৷ সিডিএ'র অথরাইজড অফিসার মোঃ হাসান হেলে পড়া ভবনটি পরিদর্শন ও এই সংক্রান্ত বিষয়ে ভবন মালিক ও চসিক প্রধান নির্বাহী বরাবরে চিঠি পাঠানোর বিষয়টি বাংলাদেশ বুলেটিনকে নিশ্চিত করেছেন।
মোঃ হাসান বলেন, “আমরা গতকালই (বুধবার, ৫ জুন) হেলে পড়া ভবনটি পরিদর্শন করেছি৷ ভবনটির নীচের অংশ পাশের ভবন থেকে ১৮ ইঞ্চি দূরত্বে থাকলেও ওপরে সেই দূরত্ব আছে মাত্র ৬ ইঞ্চি। অর্থাৎ ভবনটি সামনের একাংশ ১২ ইঞ্চি হেলে গেছে ৷” এখন সিডিএ'র পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি জানান, "ভবনটি খালি করতে ভবন মালিকদের চিঠি দেয়া হয়েছে। আর যেহেতু ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণার বিষয়ে সিটি কর্পোরেশন আইনে ৪১ ক এর ১৭ অনুযায়ী চসিক ব্যবস্থা নিতে পারে। তাই এই ভবনটির বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে চসিক'র প্রধান নির্বাহী বরাবরে চিঠি দেওয়া হয়েছে।
এই বিষয়ে চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এখন পর্যন্ত সিডিএ'র পাঠানো চিঠি আমাদের হাতে আসেনি৷ চিঠিটি পাওয়ার সাথে সাথেই আমরা গুরুত্বের সাথেই বিষয়টি দেখবো।” এই ধরনের হেলে পড়া ভবনের বিষয়ে চসিক কি কি পদক্ষেপ নিয়ে থাকে জানতে চাইলে তিনি বলেন, “প্রথমত আমাদের ম্যাজিস্ট্রেট দিয়ে ভবনটি খালি করতে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সরেজমিনে ভবনটি পরিদর্শন করবে৷ যদি মেরামত করে ভবনটিকে নিরাপদ করা যায় সে ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের মতামত অনুযায়ী ব্যবস্থা নিতে ভবন মালিককে বলা হবে৷ আর যদি ইঞ্জিনিয়াররা বা বিশেষজ্ঞরা মনে করেন ভবনটি মেরামতের সুযোগ নেই সে ক্ষেত্রে ভবনটি ভেঙ্গে ফেলার হবে।”
উল্লেখ্য, নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় বড়ুয়া পাড়া মন্দির সংলগ্ন দুই গন্ডা জমির ওপর ১৪ বছর আগে নবরত্ন নামের ৫ তলা ভবনটি নির্মান করা হয়৷ নয়জনের মালিকানাধীন ভবনটির নয়টি ফ্ল্যাটে নয়টি পরিবার বসবাস করছে৷ সম্প্রতি ভবনটি বিপদ জনক ভাবে পাশের সুমন বড়ুয়ার বাড়ির ওপর হেলে পড়ে। ফলে সুমন বড়ুয়ার বাড়ি এবং সেখানের বাসিন্দারাও আতংকে বসবাস করছেন।