রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
পুতিনকে কুকুর উপহার দিলেন কিম জং উন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৭:২৫ PM
ভ্লাদিমির পুতিনকে উপহার হিসাবে স্থানীয় জাতের এক জোড়া পুংসান কুকুর দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাতে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে রয়টার্স।

এক ফুটেজে কিম এবং পুতিনকে ওই কুকুর দুটির দিকে তাকাতে দেখা যায়, যখন এরা গোলাপ বাগানের ভেতরে বাঁধা ছিল। কিম একটি ঘোড়াকে গাজর খাওয়ানোর সময় ওই কুকুর দুটির ওপর পুতিনের দৃষ্টি আবদ্ধ হয় বলে জানা গেছে।

পুংসান হলো উত্তর কোরিয়ার একটি অঞ্চলের শিকারী কুকুরের একটি জাত। সাবেক দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে-ইনও আন্ত-কোরিয়ান সম্পর্কের অগ্রগতির সময় ২০১৮ সালে কিমের কাছ থেকে গোমি এবং সোংগাং নামে এক জোড়া সাদা পুংসান উপহার পেয়েছিলেন।
কিম একজন ঘোড়সওয়ার এবং তিনি ২০১৯ সালে দেশটির রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত তুষারপাতের সময় মাউন্ট পাইকতুতে একটি সাদা স্টলিয়ন ঘোড়ায় চড়া অবস্থায় বিখ্যাতভাবে চিত্রিত হয়েছিলেন।

২০২২ সালে প্রচারিত একটি ভিডিওতে তাকে ফের একটি সাদা ঘোড়ায় চড়তে দেখা গেছে।

কিম যে ঘোড়ায় চড়েছিলেন তা উত্তর কোরিয়ার জন্য প্রতীকী বিষয়। কোরিয়ান যুদ্ধ থেকে পুনরুদ্ধারের জন্য দেশটির অর্থনৈতিক প্রচেষ্টার নাম রাখা হয়েছে ‘চোল্লিমা।’ এই চেল্লিমা হলো পৌরাণিক ডানাওয়ালা ঘোড়া। দেশটির সর্বাধুনিক রকেট বুস্টারের নামও ‘চোল্লিমা-১।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত