শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
আলোচিত-সমালোচিত অভিনেত্রী চমক
কেন শ্রীলংকায় গিয়ে বিয়ে করতে হচ্ছে?
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ১:০৩ PM আপডেট: ২২.০৬.২০২৪ ২:০১ PM
কয়েকদিন আগেও নানা অভিযোগ উঠে চমকের বিরুদ্ধে তার মধ্যেই করছেন বিয়ে।
চমকের গায়ে হলুদের ছবি

চমকের গায়ে হলুদের ছবি

সম্প্রতি একটি নাটকের পরিচালক আদিব হাসান চমককে বলেন, ‘আপনি যেভাবে রিঅ্যাক্ট করছেন, এ রকম কোনো ঘটনাই এখানে ঘটেনি। আপনি কেন তাদের ধমকাচ্ছেন?’ এতে চমক আরও রেগে গিয়ে শুটিং করবেন না বলে জানিয়ে দেন। নির্মাতা তাঁকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় নির্মাতার সঙ্গে ছিলেন সিনিয়র অভিনয়শিল্পী মাসুম বাশার। তিনিও চমককে বোঝানোর চেষ্টা করেন। একপর্যায়ে নির্মাতা বলেন, শুটিং না করে চলে গেলে ক্ষতিপূরণ দিতে হবে।  জানা গেছে, তর্ক-বিতর্কের একপর্যায়ে নির্মাতা আদিব অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
চমকের গায়ে হলুদের ছবি

চমকের গায়ে হলুদের ছবি

একপর্যায়ে পুলিশে খবর দেন চমক। এ সময় কাঁদতে কাঁদতে তিনি অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে সেখানে উপস্থিত হন অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। তিনি সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর শুটিং সেট থেকে চমককে নিয়ে চলে যান চুমকি। এ ঘটনায় বন্ধ হয়ে যায় শুটিং।

আজ হলো গায়ে হলুদ, কাল চমকের বিয়ে

অল্প সময়ে টিভি নাটকের ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সাবলিল অভিনয় দক্ষতা আর অপরূপা সুন্দরীতো তিনি বটেই! সঙ্গে যুক্ত হয়েছে বুদ্ধিদীপ্ত কথাবার্তা। মাঝে সহশিল্পীদের সঙ্গে বিবাদে জড়িয়ে তৈরী করেছেন বিতর্ক। সব মিলিয়ে বর্তমানে টিভি পর্দার অন্যতম চর্চিত অভিনেত্রী চমক।

অনেকেই বলে থাকেন, নায়িকারা বিয়ে করে ফেললে চাহিদা কমে যায়। বিশেষ করে চমকের মতো উঠতি অভিনেত্রীর বেলায় সে কথা আরও হলফ করে বলা হয়। তবে কিছু অভিনেত্রী বিয়ের পরও ভালো কাজের মাধ্যমে নিজের অবস্থান ধরে রাখতেও সক্ষম হয়েছেন। তা ভেবেই হয়তো পুরোপুরি জ্বলে ওঠার আগেই বিয়ের পীড়িতে বসতে যাচ্ছেন চমক।

চমকের গায়ে হলুদের ছবি

চমকের গায়ে হলুদের ছবি

আজ হয়ে গেলো তার গায়ে হলুদ। সেই ছবি পোস্ট করে চমক লিখেছেন, ‘আজ কন্যার গায়ে হলুদ, কাল কন্যার বিয়া।’ অর্থাৎ আগামীকালই তাদের চার হাত এক হবে বলেই জানিয়েছেন এই অভিনেত্রী।


এর আগে একটি ভিডিও বার্তায় চমক বলেন, তিনি এখন শ্রীলংকায় অবস্থান করছেন। তার মানে বিয়ের অনুষ্ঠানটি তিনি সেখানেই পরিকল্পনা করেছেন বলে ধরে নেওয়া যায়।


কদিন আগেই নিজের পছন্দের মানুষটির সঙ্গে আংটিবদল হয় তার। বিশেষ দিনের স্থিরচিত্র নিজের ফেসবুকে প্রকাশ করে এমনটা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। সেই ছবিতে দেখা গেছে, লাল শাড়ি ও লাল পাঞ্জাবিতে সেজেছেন চমক ও তার হবু স্বামী। শুধু তাই নয়, দুজনের হাতে পরা ছিল বিশেষ দিনের আংটিও।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’

চমকের গায়ে হলুদের ছবি

চমকের গায়ে হলুদের ছবি

বাগদান সারলেও কবে বিয়ে করতে যাচ্ছেন সে বিষয়ে কিছুই জানাননি চমক। তাছাড়া পাত্র কে বা তার সঙ্গে কবে থেকে পরিচয় সে বিষয়েও কিছু জানা যায়নি।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘গার্লস স্কোয়াড’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘হায়দার’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ প্রভৃতি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত