সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
বিরিয়ানিতে লেগ পিস না থাকায় বিয়েবাড়িতে মারামারি!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৬:১০ PM আপডেট: ২৫.০৬.২০২৪ ৬:৪৪ PM
বিয়েবাড়িতে খাবার খাওয়া নিয়ে প্রায়ই হট্টগোলের খবর পাওয়া যায়। এবার ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এমন আরেক ঘটনা। বিয়েবাড়িতে বরযাত্রীদের যে বিরিয়ানিতে দেওয়া হয়েছে, তাতে মুরগির লেগ পিস ছিল না। 

এ কারণে হট্টগোল শুরু করে বরপক্ষ। আর তাতে চেয়ার ছুঁড়াছুড়ি থেকে শুরু করে মারামারি পর্যন্ত লেগে যায়।


ভারতীয় সংবাদমাধ্যমে বলছে, এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, বিরিয়ানিতে লেগ পিস না দেখে রেগে যায় বরপক্ষের মেহমানেরা। তারা হইচই শুরু করে।

এরপর এই হট্টগোল রুপ নেই মারামারিতে। এক পক্ষের লোক আরেক পক্ষের দিকে চেয়ার ছুঁড়তে থাকে। এমনকি এই মারামারিতে যুক্ত হয় বরও। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। থানায় কোনো অভিযোগও দায়ের করা হয়নি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত