বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৩:৩১ PM
আফ্রিকার ভারত মহাসাগর উপকূলবর্তী দেশ কেনিয়ায় সরকার বিরোধী চলমান বিক্ষোভের এখন পর্যন্ত অন্তত ৩০ জন নিহত হয়েছে।মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মনিটর শনিবার জানিয়েছে। সম্প্রতি নতুন একটি আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

বিতর্কিত ওই বিলটি পাসের পরই সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পরে বিক্ষোভকারীরা। সে সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন। শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে দেশজুড়েই বিক্ষোভ হচ্ছে। কারণ এই বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয়েছে।

গত সপ্তাহে বিলের কিছু বিষয় সংশোধন করা হয়েছে। তবে পুরো বিলই বাতিলের দাবি জানিয়েছেন কেনিয়ার নাগরিকরা।

হিউম্যান রাইটস ওয়াচ মনিটর এক বিবৃতিতে জানিয়েছে, কেনিয়ার নিরাপত্তা বাহিনী ২৫ জুন (মঙ্গলবার) বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ-এর আফ্রিকা অঞ্চলের সহযোগী পরিচালক ওটসিয়েনো নামওয়ায়া বলেছেন, কোনো ধরনের যৌক্তিকতা ছাড়াই ভিড়ের মধ্যে সরাসরি গুলি করা হয়েছে।

এমনকি অনেক বিক্ষোভকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরও গুলি করা হয়। কেনিয়া এবং আন্তর্জাতিক আইনে এ ধরনের পদক্ষেপ একেবারেই গ্রহণযোগ্য নয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত