মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
রাঙামাটিতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৭:৫২ PM
বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি জেলা যুব মহিলা লীগের উদ্যোগে শনিবার বিকেল ৫ টায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেখিকা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত  সভায় প্রধান অতিথি  ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা।

সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, মহিলা সম্পাদিকা মনোয়ারা আক্তার জাহান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা কৃষকলীগের সভাপতি উদয় শঙ্কর চাকমা, জেলা ওলামা লীগের সভাপতি কারী ওসমান গনি, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি পরেশ মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সভাপতি মো রনি হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বরসহ যুব মহিলা লীগের পৌর কমিটি, সদর উপজেলা ও ইউনিয়ন যুব মহিলা লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত