মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
কালকিনিতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৪:২৯ PM
মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের  জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মোঃ সাজ্জাদ হাওলাদার(২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এতে উভয় পক্ষের আহত হয়েছে ৫ জন। আহতদেরকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। 

নিহত সাজ্জাদ হাওলাদার উপজেলার চর আলিমাবাদ গ্রামের কালু হাওলাদেরর ছেলে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে, উপজেলার কয়ারিয়া ইউপির চর আলিমাবাদ গ্রামের স্বপন হাওলাদারের সঙ্গে একই এলাকার হারুন হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে হারুন হাওলাদারের নেতৃত্বে মনির, দেলোয়ার ও আসাদ হাওলাদার মিলে তাদের দলবল নিয়ে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে স্বপন হাওলাদারের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। 

এসময় তাদের বাধা দিলে উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতদের বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত স্বপন হাওলাদারের লোক স্যানেটারী ব্যবসায়ী সাজ্জাদ হাওলাদার(২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ বিষয় স্বপন হাওলাদারের চাচা আবদুল হক হাওলাদার বলেন, হারুন হাওলাদারের নেতৃত্বে তার লোকজন হামলা চালিয়ে সাজ্জাদ হাওলাদারকে প্রথম গুরুতর আহত করে। পরে সাজ্জাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমরা হামলাকারীদের বিচার চাই।

এ বিষয় অভিযুক্ত হারুন হাওলাদারের কাছে জানতে চাইলে তাকে ফোনে পাওয়া যায়নি।এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় সাজ্জাদ হাওলার মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রাখা হয়েছে। পরিস্থিতি শান্তআছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত