মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
একই মঞ্চে শাকিবের সাথে যে নায়িকারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৬:১৭ PM আপডেট: ১৩.০৭.২০২৪ ৬:২৩ PM
আজ (১৩ জুলাই) দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমক আয়োজনে চালু হলো রিমার্কের নতুন স্কিম প্যাকেজ ‘আপনজন’। জানা গেছে, ব্র্যান্ডটির ডিলার ও রিটেইলাররা এই স্কিমের আওতাধীন থাকবে।

গত মাসের (জুন) শুরুতে একটি ফ্যাশন শোয়ে র‌্যাম্পে হেঁটেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তাঁর সঙ্গে দেখা গিয়েছিল পরী মণি, বিদ্যা সিনহা মীম ও পূজা চেরীদের। এবার আবারও অভিনেতার সঙ্গে একমঞ্চে দেখা গেল এই নায়িকাদের। শাকিবের স্কিন কেয়ার ব্র্যান্ড রিমার্কের নতুন একটি স্কিম চালু উপলক্ষেই একমঞ্চে জড়ো হলেন তাঁরা।

অনুষ্ঠানে শাকিব বলেন, ‘আমরা একটি পরিবার। পরিবারের আপনজনের মতোই প্রন্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা এই প্যাকেজের অংশ হচ্ছেন। এই ব্যবসায়ীরা যদি না থাকেন, তাহলে তাদের পরিবারকে যেন চিন্তা করতে না হয়—দোকান কে খুলবে, ব্যবসা চলবে কীভাবে? তাই আমরা রিমার্ক আপনজন হয়েই তাদের পাশে দাঁড়াব।’

যোগ করে তিনি আরও বলেন, ‘একটি দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাদ দিয়ে উন্নয়নের দিকে পৌঁছানো যায় না। কারণ প্রান্তিক পর্যায়ে কোনো পণ্য পৌঁছে দেন তারাই। তাই তাদের মৃত্যু মানে শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া নয়, বিশাল একটি ইন্ডাস্ট্রির স্বপ্ন পূরণের মাঝপথে মৃত্যুও।’

শেষে এই সুপারস্টার বলেন, ‘তাই আপনজন একটি ভালোবাসার উদ্যোগ। এ আপনজন’র মাধ্যমেই ছোট, ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীদের পাশে সব সময় থাকবে রিমার্ক। এভাবেই একজন আরেকজনের ভরসার হাত হয়ে একসঙ্গে সামনের দিনগুলোতে এগিয়ে যাব আশা করছি।’

অনুষ্ঠানে রিমার্কের এই প্যাকেজের লোগো উন্মোচন করেন শাকিব। তখন তাঁর পাশে মঞ্চে দেখা যায় বিদ্যা সিনহা মীম, পরী মণি, পূজা চেরী, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দীঘি ও মামনুন ইমনকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত