আইনমন্ত্রী বলেছেন, চলমান কোটা সংস্কারের পক্ষে আছে সরকার। শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। বৃহস্পতিবার চলমান পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, আমি অ্যাটর্নি জেনারেলকে বলেছি এ সংক্রান্ত মামলার শুনানীর জন্য আগামী রোববার আদালতে আপিল করতে, যেন শুনানী এগিয়ে আনা যায়।
কোটা সংস্কার বিষয়ে আপনারা একমত কি না— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে আমরা কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে একমত।’
আলোচনায় বসতে দেরি হলো কিনা এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, না, শিক্ষার্থীরা আলোচনায় বসার প্রস্তাব দেওয়ার পরই আমরা রাজি হয়েছি।
সরকার কি আদর্শিকভাবে কোটা সংস্কারের পক্ষে যাচ্ছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মামলাটি আদালতে আছে। তাও সর্বোচ্চ আদালতে। আদালতে যখন মামলার শুনানি শুরু হবে সরকার পক্ষ কোটার ব্যাপারে একটা প্রস্তাব দেবে। এবং আমার মনে হয় আমরা যেহেতু সংস্কারের পক্ষে, কোটা সংস্কার করার জন্য প্রস্তাব দেব। সেজন্য আপনারা বলতে পারেন আমরা (সরকার) কোটা সংস্কারের পক্ষে।
আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের আইনমন্ত্রী বলেন, পিতৃতূল্য হিসেবে আমি অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি আপনারা আন্দোলন থেকে সরে আসেন।