বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
আজ সব রুটে ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ১০:৫৮ AM
পর আজ রোববার (৪ আগস্ট) আবার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে দুই দিন স্বল্প দূরত্বে ট্রেন চলাচল করেছে। 

গতকাল শনিবার (৩ আগস্ট) কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, রাতে তারা বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মহোদয়ের কাছ থেকে একটি নোটিশ পেয়েছেন।

তাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় আনোয়ার হোসেন জানিয়েছিলেন, শিডিউল অনুযায়ী শনিবার ট্রেন চলাচল করেছে। বন্ধের কোনো ঘোষণা আসেনি।

এদিকে রেলওয়ের আগের এক চিঠিতে বলা হয়, অনিবার্য কারণবশত রোববার সব ট্রেন বন্ধ ঘোষণা করা হল। রেলওয়ে ঢাকা অফিস থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের কারণে টানা ১৪ দিন বন্ধ থাকে ট্রেন, মাঝে একদিন চালু হওয়ার কথা থাকলেও হয়নি। বৃহস্পতিবার ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ কয়েকটি শহর থেকে আশপাশের গন্তব্যে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল করে।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত