বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
ছাত্র-জনতার অবস্থানে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ১১:৫৫ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষপটুয়াখালী শহরে চৌরাস্তায় অবস্থান নিয়েছেন।

রোববার সকাল ১০টার পর থেকেই দলে দলে বিভিন্ন এলাকা থেকে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পটুয়াখালী চৌরাস্তায় তারা অবস্থান নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

আন্দোলনকারীরা বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পাশাপাশি যে কোনো হামলা প্রতিরোধে তারা ইটের টুকরো স্তুপ করছেন। এছাড়া আন্দোলনকারীদের অধিকাংশদের হাতেই লাঠির উপস্থিতি দেখা গেছে।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরাও আন্দোলনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেছেন। এদিকে শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও জরো হচ্ছেন।

গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে পুলিশ, র‍্যাবের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন এবং আওয়ামী লীগের অবস্থান কর্মসূচীকে কেন্দ্র করে মানুষের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত