বৃহষ্পতিবার সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে জড়ো হয়ে তাকবীর স্লোগান নিয়ে হিংসামূলক, রাজনৈতিক কালিমা লেপনের প্রতিবাদে তাকবীর ও বিক্ষোভ মিছিল করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক ছাত্র সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জানা যায়, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সংবর্ত-৩৬ নামের এক ফেসবুক পেজ থেকে "জানতে চাই জুলাইয়ের দিনগুলোর স্মৃতিচারণ" নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ও শিক্ষার্থীদের কয়েকজনকে অংশগ্রহণ করতে দেখা যায়।
অনুষ্ঠানের এক পর্যায়ে অনুষ্ঠানটির হোস্ট জান্নাত মিম সরকার পতনের দিনে তাকবীর স্লোগান দেওয়া নিয়ে প্রশ্ন তোলে। এর ফলে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয় এবং সমালোচনার সৃষ্টি হয়। এঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহী তাকবীর আল্লাহু আকবর, তাকবীরের কারণে ভয় করিনা মরণে, শাহাবাগীদের আস্তানা, ছাত্রলীগের আস্তানা এ ক্যাম্পাসে হবে না।"-ইত্যাদি স্লোগান দেয়।
এসময় বক্তরা বলেন, " ক্যাম্পাসে মুসলিম, হিন্দু খ্রীষ্টসহ যে যেই ধর্মের মানুষ সে তার ধর্মীয় অনুভূতি থেকে স্লোগান দিবে। এবিষয়ে কেউ বাঁধা দিতে পারবে না। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই।