বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
চাকরিচ্যুত হলেন কুমিল্লার ৯৬ আনসার সদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১২:৫৬ PM
বেআইনিভাবে ঢাকায় সমাবেশে যোগদান, সচিবালয় ঘেরাও করার অভিযোগে কুমিল্লায় ৯৬ আনসার সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ২২ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) কুমিল্লার আনসার-ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুটেন্ট মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘কুমিল্লা জেলায় প্রায় এক হাজার একশ আনসার সদস্য কর্মরত আছেন। বিধিবহির্ভূত কাজ করেছেন এমন ৯৬ জনের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি। তাদের চাকরিচ্যুত করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’

রবিবার (২৫ আগস্ট) ঢাকায় সচিবালয় ঘেরাও করে সমাবেশ করেন আনসার সদস্যরা। সমাবেশকালে ছাত্রদের ওপর হামলা ও গুলি চালান কয়েকজন আনসার সদস্য। এ ছাড়া দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও তারা কয়েকজন উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত