ক্রোয়েশিয়ার পর্যটন এলাকা স্প্লিটে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। স্থানীয় সময় রোববার (২৫ আগস্ট) শুরু হওয়া এই দাবানলে প্রায় ৭০০ হেক্টর এলাকা পুড়ে গেছে।
সংবাদমাধ্যম ইউরো নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রোয়েশিয়ার পর্যটন এলাকা স্প্লিট সংলগ্ন পাহাড়গুলো আগুনের লেলিহান শিখায় জ্বলছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৭০০ হেক্টর এলাকা।
দাবানলের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ৩শ’র বেশি দমকলকর্মী।
দমকলবাহিনী জানিয়েছে, রোববার বজ্রপাতের ফলে যারনোভনিকা এলাকার কাছে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে এই আগুন নিয়ন্ত্রণে এলেও বুধবার (২৮ আগস্ট) আগুন আবারও ছড়িয়ে পড়ে। এর জন্য দমকা বাতাসকেই দায়ী করছেন তারা।
তবে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দাবানলের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।
ক্রোয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই শহরটি পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয়। তবে গত মাস থেকেই তাপমাত্রায় পরিবর্তন দেখা যাচ্ছে শহরটির। এ ভয়াবহ দাবানলের জন্য তাপমাত্রার পরিবর্তনকেই দায়ী করা হচ্ছে।