সোমবার ৪ আগস্ট ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২
সোমবার ৪ আগস্ট ২০২৫
প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক বহিষ্কার
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৪ AM আপডেট: ১১.০৯.২০২৪ ১:২৮ PM
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহাবুদ্দিনকে মাদক (গাঁজা) সেবনের দায়ে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। 

গাঁজাসেবী সমন্বয়ক শাহাবুদ্দিন অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। অশ্বিনী কুমার ছাত্রাবাসের বি-ব্লকের ৩১৫ নং কক্ষে থাকতেন তিনি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অশ্বিনী কুমার ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক আসাদুজ্জামান।

ছাত্রাবাস সূত্রে জানা গেছে, গাঁজা সেবন করার অভিযোগ জানিয়ে শাহাবুদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন ছাত্রাবাসের অর্ধশতাধিক ছাত্র। এ ঘটনায় সোমবার তার ছাত্রাবাসের সিট বাতিল করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগে উল্লেখ করা হয়, ছাত্রাবাসের বি-ব্লকের ৩১৫নং কক্ষে শাহাবুদ্দিন মিয়া নিয়মিত প্রকাশ্যে গাঁজা সেবন করতেন। অন্য ছাত্ররা নিষেধ করলে তাদের সঙ্গে উগ্র আচরণ করতেন। মাদকমুক্ত ছাত্রাবাসে শাহাবুদ্দিনকে স্থায়ীভাবে বহিষ্কারের আবেদন করা হয়।

গাঁজা সেবনকারী সমন্বয়ক শাহাবুদ্দিন মিয়ার মুঠোফোনে কল দেওয়া হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের অপর দুই সমন্বয়ক হাসান রাজু ও সাব্বির আহমেদ এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক আসাদুজ্জামান বলেন, গত ৭ সেপ্টেম্বর দেওয়া সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ছাত্রাবাসের ওই কক্ষে অভিযান চালানো হয়। এ সময় শাাহাবুদ্দিন মিয়ার অপরাধের বিষয়টি প্রমাণিত হয়। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত