বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড- কাউন্সিল খুলনা মহানগর কমান্ড এর ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে। অনুমোদিত এডহক কমিটির আহবায়ক হলেন বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনি এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফিজুর রহমান নবান।
অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ ব ম নুরুল আলম, সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন বাবলু, বীর মুক্তিযোদ্ধা কে এম আলম, বীর মুক্তিযোদ্ধা ইত্তেহাদুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন সাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর, বীর মুক্তিযোদ্ধা ডি কে হালদার ও বীর মুক্তিযোদ্ধা মো. ফারুকুজ্জামান।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর কমান্ড এর এডহক কমিটিকে আগামী ২০ দিনের মধ্যে উপজেলা-থানা কমান্ড এর এডহক কমিটি গঠন করে তা চুড়ান্তভাবে অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নিকট পাঠাতে বলা হয়েছে।