টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও বিভিন্ন ক্রীড়া সংস্থার মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ আগষ্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ৫৫ টি প্রতিষ্ঠান, ক্লাব ও ক্রীড়া সংস্থার মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু আব্দুল্লাহ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ রিপন মিয়া ও সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ক্লাব ও ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।